জুতার মধ্যে ১০ হাজার মার্কিন ডলার, পাচারকারী আটক

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 06:10:19

বেনাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশি প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১০ হাজার তিন মার্কিন ডলারসহ কবীর মাতম্বর (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী কবীর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালি গ্রামের মোনছের মাতম্বরের ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার চালান নিয়ে এক পাচারকারী বাংলাদেশে আসছে বলে গোপন সংবাদ পায় তারা। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল পার হওয়ার চেষ্টা করে ওই পাচারকারী। পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্য থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, ডলারসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও খবর