কুষ্টিয়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-09 20:54:27

কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় কাজ করার সময় মাটির স্তূপ ধ‌সে পড়ে সজল (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আ‌রও দুই শ্রমিক গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নে ভাড়রা বাজার সংলগ্ন ‘গড়াই ব্রিকস’ নামক ইটভাটায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সজল জেলার মিরপ‌ুর উপ‌জেলার বা‌সিন্দা।

স্থানীয়রা জানান, সকা‌লে গড়াই ইটভাটায় সজলসহ আরও দশজন শ্রমিক ট্রলি‌তে করে মাটি কেটে এক স্তূপ থেকে অন্য স্তূপে স্থানান্তরের কাজ করছিল। অসাবধনতাবশত মাটির স্তূপের উপরের অংশ না কেটে নিচের অংশ কেটে দ্রুত গাড়ি ভরাট করতে গিয়ে মাটির স্তুপ ধ‌সে পড়ে। এ সময় কয়েকজন শ্রমিক ওই স্তূপের নিচে চাপা পড়ে। ভাটার অন্যান্য শ্রমিকরা মা‌টির নি‌চে চাপাপড়া শ্রমিক‌দের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তিনজন‌কে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে ভর্তি কর‌লে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।

আহত রা হলেন- কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের লোকমান হোসেনের পুত্র রাশিদুল (২৭) ও একই গ্রা‌মের কিয়েন আলীর পুত্র খলিল(৩৫)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘মাটি কাটার সময় মাটির স্তূপের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আ‌রও দুই শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর