ইউএনওর আশ্বাসে বেনাপোলে অবরোধ প্রত্যাহার

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বোনপোল, বার্তা২৪.কম | 2023-08-29 22:41:37

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডোলের আশ্বাসে যশোর-বেনাপোল মহাসড়ক থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) সকালে শুরু হওয়া তাদের প্রায় তিন ঘণ্টার অবরোধ শেষে দুপুর থেকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৯টার দিকে ওই মহাসড়কের নাভরণে স্কুল যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাকায় স্কুলছাত্রী নিপার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয় আরও দুই ছাত্রী। এর প্রতিবাদে অবরোধে নামেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। এতে বেনাপোল বন্দরসহ ওই এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক ও বাস আটকা পড়ে।

দুপুরে শার্শার ইউএনও আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরও ওই পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। সে পলাতক রয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল বার্তা২৪.কমকে বলেন, এ ঘটনায় তিনিও মর্মাহত। শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে করণীয় কিছু বিষয় ও অভিযুক্তের বিচারের প্রতিশ্রতি দেওয়ায় তারা অবরোধ তুলে নিয়েছে। আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বার্তা২৪.কমকে বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় বর্তমান অবস্থা স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: বেনাপোলে পিকআপ ভ্যানের চাপায় ছাত্রীর পা বিচ্ছিন্ন, অবরোধ

এ সম্পর্কিত আরও খবর