চারদিন বন্ধের কবলে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-08-19 16:25:15

টানা চারদিনের বন্ধের কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে আগামী রোববার (২৪ মার্চ) পর্যন্ত বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আগামী ২৫ মার্চ সোমবার থেকে আবারো যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা (হলি), সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিএন্ডএফের যৌথ সিদ্ধান্তে এই চারদিন বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ৪ দিন বন্ধের পর আগামী ২৫ মার্চ থেকে আবারো ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

ভোমরা স্থল-বন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক নিয়ামুল হাসান ৪ দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর