বেনাপোলে স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল, বার্তা২৪.কম | 2023-08-22 00:54:08

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০০ গ্রাম ওজনের স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২মার্চ) সন্ধ্যায় স্বর্ণ আটকের বিষয়টি সংবাদ কর্মীদের জানানো হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) -এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণপাচারকারীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই জনকে ধরা হয়। পরে তাদের কাছ থেকে ২০০ গ্রাম ওজনের সাত টুকরা স্বর্ণবার পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলো- সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মনিরুজ্জামান (৪৮) ও আব্দুল খালেকের ছেলে আবুল খায়ের (৫০)।

এ সম্পর্কিত আরও খবর