নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়া রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ওই চিঠিটি দেখেননি বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
এর আগে শুক্রবার (২২ মার্চ) সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাহ্ উদ্দিন টিপু (দোয়াত কলম) নির্বাচন কমিশনে শাহজাহানের বিরুদ্ধে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমপি শাহজাহান কামাল এলাকায় অবস্থান করে নৌকার পক্ষে প্রভাব বিস্তার করছেন।
এ অভিযোগের প্রেক্ষিতে এমপিকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, সদর উপজেলা পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাহ উদ্দিন টিপু (দোয়াত কলম) বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি।