জীবননগরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম | 2023-08-27 02:29:10

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাক চাপায় পিষ্ট হয়ে জুঁই খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এর প্রতিবাদে নিহতের মরদেহ রাস্তায় রেখেই সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। এতে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে সব ধরনরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

নিহত জুঁই খাতুন মনোহরপুর গ্রামের মাঠপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে। সে স্থানীয় আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লতিফ ব্রিকসের একটি ট্রাক জীবননগর উথলী থেকে মনোহরপুরের দিকে দিকে যাচ্ছিল। এ সময় মনোহরপুর বাজার এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী জুঁইকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে সে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বার্তা২৪.কমকে জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর