স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, ২০ শিক্ষার্থী আহত

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪ | 2023-08-30 05:56:30

হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলার তিন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে মিরপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল অংশগ্রহণ করে।

পূর্বে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রতিযোগিতায় সব ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়।

এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাইস্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে কথাকাটাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওই দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।

আহতদের উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীম উদ্দিন বলেন, ‘একটি বাঁশি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’

এ সম্পর্কিত আরও খবর