বেনাপোলে নিষিদ্ধ ইনজেকশনসহ চোরাচালানি আটক

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল, বার্তা২৪.কম | 2023-08-11 09:35:02

বেনাপোল সীমান্ত থেকে আমদানিকৃত নিষিদ্ধ ৪৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হোসেন (২০) নামে এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা নামক স্থান থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই অবৈধ ইনজেকশনের চালানটিসহ তাকে আটক করে।

আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন মহিশাডাংগা (বারপোতা) গ্রামের আলী হোসেনের ছেলে।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ইনজেকশন নিয়ে শিকড়ি চারা বটতলা মাঠের মধ্যে অবস্থান করছে। পরে বিজিবির টহলরত একদল সদস্য সেখানে অভিযান চালায়।

এ সময় ৩৪৭ পিচ বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করা হয়। আটককৃত ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৮৭ হাজার ৫৭০ টাকা বলেও জানায় বিজিবি।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন। আটককৃতের বিরুদ্ধে মালামালসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর