জমি নিয়ে বিরোধে কৃষক খুন, আহত ২০

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-28 04:58:18

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে স্বপন মিয়া (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের নাম জানা সম্ভব হয়নি। তবে সংঘর্ষে নিহত স্বপন মিয়ার চাচাতো ভাই জিলু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চর আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কৃষক স্বপন মিয়া চর আমতলা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন মিয়া ও তার চাচাতো ভাই জিলু মিয়াদের সঙ্গে একই গ্রামের সাইকুল ইসলাম, জহিরুল ইসলাম ও তাদের লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার উভয়পক্ষের লোকজন ওই বিরোধপূর্ণ জমি দখল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন স্বপন মিয়া। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর