দেড়শ বছরে কুষ্টিয়া পৌরসভা

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-28 20:07:26

দেড়শ বছরে পা রাখল কুষ্টিয়া পৌরসভা। এ উপলক্ষে দুই সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (১ এপ্রিল) থেকে ১৩ দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে। এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ১৩ দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বেলা ১১টায় পৌরসভার বিজয় উল্লাস থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভায় ফিরে আসে।

শোভাযাত্রায় মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

১৩ দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, পালাগান, যাত্রা, নাটক ইত্যাদি। সকলের জন্য উন্মুক্ত মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, ১৮৫৬ সাল পর্যন্ত কুষ্টিয়া থানা রাজশাহী বিভাগের পাবনা জেলাধীন, ১৮৬১ সালে কুষ্টিয়া মহকুমা এবং ১৮৬৩ সালে নদীয়া বিভাগের নদীয়া জেলার শামিল হয়। পরবর্তীতে অবিভক্ত বাংলার আধা শহর ও আর্থিক ক্ষেত্রে পশ্চাৎপদ অঞ্চলগুলোর সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১৮৬৮ সালে একটি পৌর আইন গৃহীত হয়। উক্ত আইনের আওতায় ১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা।

এ সম্পর্কিত আরও খবর