কত বয়স হলে মিলবে বয়স্ক ভাতা?

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-09-01 12:34:25

মো. দৌলত আলী, বয়স ৯২ বছর। বয়সের ভারে বর্তমানে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামে মানবেতর জীবনযাপন করছেন। এই বয়সেও তিনি পাননি কোনো বয়স্ক ভাতার কার্ড। ফলে তার প্রশ্ন, আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাওয়া যাবে?

সরেজমিনে দেখা গেছে, বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। ফলে লাঠিতে ভর দিয়ে বেঁচে থাকার সংগ্রামে ছুটে চলেছেন অবিরাম।

দৌলত আলী বার্তা২৪.কম-কে বলেন, 'এখন আমি অসুস্থ, চলতে পারি না। অনেকে বিভিন্ন সময় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেনি। আমাকে যদি একটি বয়স্ক ভাতার কার্ড দেয়া হয়, তাহলে বাকি জীবনটা কোনো মতে চলতে পারব।'

এ বিষয়ে চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল বার্তা২৪.কম-কে বলেন, 'বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিচ্ছি। তবে সত্যতা পেলে অবশ্যই বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা যাবে।'

এ ব্যাপারে মিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা বার্তা২৪.কম-কে বলেন, 'ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকা পাঠানো হয় তার ভিত্তিতেই আমরা কার্ড সরবরাহ করে থাকি। এর বাইরেও বয়স্ক ভাতার কার্ড পাওয়ার যোগ্য কেউ থাকলে আমি ব্যবস্থা করে দেব।'

এ সম্পর্কিত আরও খবর