ঝড়ে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-28 20:43:28

হবিগঞ্জের প্রচণ্ড  ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থাও। মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে জেলাটির কাঁচা অসংখ্য বাড়িঘর ভেঙে যায়। উপড়ে পড়েছে গাছপালা। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম।

স্থানীয়রা জানান, রোববার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, সদর, নবীগঞ্জ, চুনারুঘাট ও বাহুবলসহ বিভিন্ন উপজেলায় হঠাৎ করেই প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়।

নবীগঞ্জ উপজেলায় ঝড়ে বাড়িঘর, গাছপালা, কাঁচা ঘরবাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুঁটিসহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হচ্ছে- দেবপাড়া, আউশকান্দি, কুর্শি, বড়ভাকৈর পূর্ব, বড়ভাকৈর পশ্চিম, নবীগঞ্জ সদর দেবপাড়া, পানিউমদা, গজনাইপুর, বাউশা, কুর্শি, দীঘলবাক, ইনাতগঞ্জ।

এসব ইউনিয়নে প্রতিটি গ্রামেই ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় উপজেলার বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি।

এদিকে, চুনারুঘাট উপজেলায়ও ঝড়ে বাড়িঘর, গাছপালা, কাঁচা ঘরবাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুঁটিসহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষয়-ক্ষতির বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তবে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছে।’

এ সম্পর্কিত আরও খবর