চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ এপ্রিল) রাতে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সমির উদ্দীন।
নিহতরা হলেন- মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আফসার হাজীর ছেলে সেনারুল (২৫) ও তারাপুর মোড়লপাড়ার কালুর ছেলে মিলন (২০)।
মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সমির উদ্দীন জানান, ভোরে সীমান্তে বিএসএফ গুলিবর্ষণ করে। এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ সেনারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর মিলনের লাশ সীমান্তে পড়ে আছে।
তিনি আরও বলেন, ‘নিহতরা গরু আনতে গিয়েছিল নাকি অন্য কাজে তা আমার জানা নেই। তবে সেনারুল একবার ফেনসিডিলসহ ধরা পড়েছিল।’
এদিকে নিহতের কথা স্বীকার করলেও এই দুই যুবক ঠিক কীভাবে মারা গেছেন, তা জানাতে পারেনি বিজিবি।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘সোমবার রাতে বিজিবি সদস্যরা ওই সীমান্ত থেকে ইয়াবাসহ একটি সংঘবদ্ধ চোরা কারবারি চক্রের তিন সদস্যকে আটক করে। এরই মধ্যে নিহতের ঘটনা ঘটে। তারা ওই চক্রের সদস্য কিনা, কীভাবে মৃত্যু হলো, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’