কক্সবাজারের হোটেলে অগ্নিনির্বাপক ব্যবস্থায় ক্রটি, দুর্ঘটনার শঙ্কা

কক্সবাজার, দেশের খবর

মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-09-01 17:18:30

পর্যটন নগরী হিসেবে কক্সবাজারে গড়ে উঠেছে প্রায় সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল। তবে এসব হোটেল-মোটেলের অধিকাংশে নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে সংশ্লিষ্টদের।

কয়েকটি হোটেল ঘুরে দেখা গেছে, একটি কক্ষে নয়টি অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার থাকার কথা থাকলেও আছে ৪টি, হাইসন্টে পয়েন্ট অকেজো, এলপি গ্যাস সিলিন্ডার যত্রতত্র, রিজার্ভে পর্যাপ্ত পানি নেই এবং জরুরি মুহূর্তে বের হওয়ার কোনো ব্যবস্থাও নেই। ফ্লোর মার্কিং নাই। ফলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।

যদিও গত ১ এপ্রিল অগ্নিনির্বাপক ব্যবস্থা পরীক্ষায় অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অগ্নিনির্বাপক ব্যবস্থায় ক্রটি থাকায় সি ওয়ার্ল্ড বিচ রিসোর্টকে ৫০ হাজার, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজকে ৩০ হাজার ও ওয়েন্ডে ট্রেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ক্রটি সাড়াতে ২০ দিন সময় দেয়া হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

ঢাকা থেকে আসা পর্যটক অহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা আসি আনন্দ করতে বা একটু সময় পার করতে। ফলে কক্সবাজারের হোটেল-মোটেলগুলোতে যদি যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকে তাহলে খুবই খারাপ অবস্থার সৃষ্টি হবে। এখন থেকে হোটেল মালিকদের পরিকল্পনা নেয়া উচিৎ। কারণ দুর্ঘটনা কাউকে বলে আসবে না।’

পর্যটক নাদিয়া-সুমন দম্পতি জানান, হোটেলগুলোর সিঁড়ি খুবই ছোট। কোনো দুর্ঘটনা হলে বের হওয়াও কষ্ট হয়ে পড়বে। তাই দ্রুত বড় সিঁড়ি বা বিকল্প পথ তৈরি করতে হবে। অন্যথায় দুর্ঘটনায় হোটেল থেকে বের হওয়া কঠিন হয়ে পড়বে।

বেস্ট ওয়ের্স্টা হেরিটেজের চিফ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের হোটেলের সবকিছু ঠিক আছে। রিজার্ভে পানি ও অগ্নিনির্বাপক গ্যাসের সিলিন্ডারের সংখ্যা কিছুটা কম আছে। শিগগিরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমাদের হোটেলে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

সি ওয়ার্ল্ড রিসোর্টের নির্বাহী পরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে সেভাবে সব হোটেলের বিরুদ্ধে নিলে ভালো হবে। তবে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের উদ্যোগ খুবই ভালো। এটার ধারাবাহিকতা থাকা দরকার।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ বার্তা২৪.কমকে বলেন, ‘সারাদেশে বিভিন্ন ঘটনা ঘটায় এসব অভিযান চালানো হচ্ছে। যদি কেউ অগ্নিনির্বাপক ব্যবস্থায় ক্রটি রাখে তাহলে তাদের শুধু জরিমানা নয়, আইনি শাস্তিও দেয়া হবে। প্রত্যেক হোটেলে পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘ফায়ার সার্ভিসসহ সকল ডিপার্টমেন্টকে সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোনো হোটেল বা বহুতল ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থায় যাতে ক্রটি না থাকে। ত্রুটি থাকলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর