নোয়াখালীতে সাংসদপুত্রসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা  

নোয়াখালী, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, কোম্পানীগঞ্জ (নোয়াখালী), বার্তা২৪.কম | 2023-08-11 06:21:07

নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরীসহ অজ্ঞাত নামা ২০-২৫ জনকে আসামি করে আদালতে পিটিশন মামলা হয়েছে। এ ঘটনায় সাংসদের দুই সহোদরকেও আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) নোয়াখালী-৪ নম্বর আমলি আদালতে মামলাটি করেন কবিরহাটের পূর্ব ফতেহজঙ্গপুর গ্রামের মো.আবুল বাসার। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার সমর্থনে মিছিল নিয়ে গণসংযোগ করছিলেন।

মিছিলটি কবিরহাট উত্তর বাজারে পৌঁছালে সাবাব চৌধুরীর নেতৃত্বে ২০-২৫ জন এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় সাধারণ জনগণ, ব্যবসায়ীসহ প্রায় ৭০ জন আহত হন।

এ সম্পর্কিত আরও খবর