ভলিবল ম্যাচ ঘিরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উচ্ছ্বাস

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-31 03:58:50

ঘুমধুম সীমান্ত থেকে: রোহিঙ্গা ইস্যুকে ঘিরে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সৃষ্ট দূরত্ব কাটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজের বাংলাদেশ অংশে এ ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মিয়ানমার বর্ডাগার্ড পুলিশ (বিজিপি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভলিবল টিম।

খেলায় বিজিপিকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। বিজিবির হয়ে ১৭ জন ও বিজিপির হয়ে ১৭ জন খেলোয়াড় অংশ নেয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- কক্সবাজারের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মুরাদ জামান, রামু সেক্টর কমান্ডার কর্নেল মনজুরুল হাসান খান, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, জি অধিনায়ক মেজর আশরাফ উল্লাহ রনি।

মিয়ানমারের পক্ষে ছিলেন- মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সেক্টর কমান্ডার (১ নং) সি মিন্ট ওও, কমান্ডিন অফিসার কেউ উইন হেলাইন।

এ সম্পর্কিত আরও খবর