জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব পূর্ণবর্তী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জেলা ও উপজেলা বিএনপি নেতারা কাজী আসাদের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান পিনু, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম মনিরুজ্জামান পিনু বলেন, ‘কাজী আসাদ একজন ভালো ব্যক্তি ছিলেন। তিনি ৪০ বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই ৪০ বছরে দল অনেক বার ক্ষমতায় এসেছে। কিন্তু কাজী আসাদ ঢাকায় একটি বাড়ি পর্যন্ত করতে পারেনি। আমরা একজন সৎ রাজনীতিবিদকে হারালাম।’
কাজী আসাদ গত বুধবার সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কাজী আসাদ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।