অতিরিক্ত ক্লাসের নামে চলছে কোচিং বাণিজ্য

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:01:42

শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা প্রয়োগ করার কথা বললেও বাস্তবায়ন হচ্ছে না ঝিনাইদহ নগরীর স্কুলগুলোতে। নীতিমালার ফাঁক-ফোকর দিয়ে প্রকাশ্যে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেই অতিরিক্ত ক্লাসের নামে কৌশলে কোচিং বাণিজ্য চলছে।

ছুটির দিনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় এই ক্লাস গ্রহণ। অতিরিক্ত ক্লাসের নামে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে এ বাণিজ্য। ছেলে-মেয়ের কোচিংয়ের খরচ চালাতে গিয়ে অভিভাবকগণ হিমশিম খাচ্ছেন। আর উপেক্ষিত হচ্ছে সরকারের নীতিমালা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পবিত্র শবে মেরাজ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ছিল। তবে সকালে শহরের জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তিনটি কক্ষে কোচিং করানো হচ্ছে। নিচতলা ও দ্বিতীয় তলায় দুইটি কক্ষে ঐ প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্য কোচিংয়ের একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। ছবি তুলতে গেলে অনেকটা ধেয়ে আসেন এক শিক্ষক।

একই সময় শহরের চাকলাপাড়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিয়ে দেখা যায়, একটি কক্ষে অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছেন এক শিক্ষক। সকাল ৮টা থেকে শুরু করে ক্লাস চলে সকাল ১০টা পর্যন্ত।

সকাল সাড়ে ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ক্লাস চলছে। সেখানে রয়েছে প্রায় ৪০ জন শিক্ষার্থী। ক্লাসের বাইরে অপেক্ষা করছে আরও কিছু ছাত্রী।

ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি ছাত্রীর নিকট থেকে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়াও শহরের আরাপপুর উকিলপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে কোচিং করাচ্ছেন সরকারি বালক বিদ্যালয়ের আক্কাস নামের এক শিক্ষক।

অভিভাবকরা বলছেন, অধিকাংশ সময় নিয়মিত শিক্ষকগণ তাদের রুটিন ক্লাসের সময় গল্পগুজবে মশগুল থাকেন। এতে করে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা, নির্ভর হয়ে পড়ছে কোচিংয়ের উপর।

অভিভাবকদের অভিযোগ, ভালোমন্দের বাছ-বিচার না করে ঢালাওভাবে ক্লাসের সব শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করা হচ্ছে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। যদি কোনো অভিযোগ আসে, তাহলে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই সংক্রান্ত কমিটি আছে। কমিটির মাধ্যমে কোচিং বাণিজ্য বন্ধে অভিযান চালানো হবে।’

এ সম্পর্কিত আরও খবর