বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ককক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-10 04:50:13

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এ সময় চারটি এলজি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) ভোররাতে টেকনাফের উপজেলার মুছনী রোহিঙ্গা শিবিরের হাবিরঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোছনী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-২ বি ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে নুরুল আলম (২৩), এইচ ব্লকের মো. ইউনুসের ছেলে মো. জুবায়ের (২১) ও ইমাম হোসেনের ছেলে হামিদ উল্লাহ (২০)। তারা তিনজনই সম্প্রতি র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত ডাকাত নূরুল আলমের সহযোগী বলে দাবি করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাবিরঘোনা পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ করে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর