২২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-09-01 16:50:38

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আগুনে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

শনিবার (৬ এপ্রিল) ভোরে মহেষগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে বাজারে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই আগুনে বাজারে থাকা চালের আড়ত, মুদি দোকান, ফার্মেসি, হোটেলসহ অন্তত ২২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহবুব এ এলাহি জানান, আগুন লাগার পর চৌমুহনী স্টেশনের দুটি, মাইজদী স্টেশনের তিনটি ও সোনাইমুড়ী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানাতে পারেননি তিনি। এ বিষয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর