কালবৈশাখী ঝড়ের কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঝড় বাতাসের তীব্রতা বেড়ে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। দুই পাশের রাস্তায় আটকা পড়েছে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আবদুল্লাহ বার্তা২৪.কমকে জানান, হঠাৎ করে কাল বৈশাখী ঝড় বাতাসের তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। বাতাসের তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।