নীলফামারীর বিন্নাদিঘিতে বারুণী স্নানোৎসবে গোসলের সময় পানিতে ডুবে নিখোঁজ হয় সুমন চন্দ্র রায় (১৫)। নিখোঁজ হওয়ার ৪ দিন পর রোববার (৭ এপ্রিল) সকালে ওই দিঘির পশ্চিমপাড়ে তার লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মুশরত গোড়গ্রাম এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে। সুমন চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছিল।
জানা গেছে, গত বুধবার (৩ এপ্রিল) সকালে চার বন্ধু মিলে নীলসাগরে স্নান করতে নেমে দিঘির পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার সময় মাঝ স্থানে ডুবে যায় সুমন। ফায়ার সার্ভিস রংপুর ইউনিটের একটি ডুবুরি দল দুই দিন উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।
ফায়ার সার্ভিস নীলফামারী স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক জানান, আজ সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম মমিন জানান, নিখোঁজ হওয়ার সময় থেকেই সুমনের সন্ধানে তৎপরতার কমতি ছিল না। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।