কাঁকড়া ধরার অনুমতি নিয়ে মধু আহরণ, আটক ৯

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-09-01 12:01:43

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার অনুমতি (পাশ পত্র) নিয়ে অবৈধভাবে মধু আহরণের সময় ৯ জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা।

রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে গহীন সুন্দরবনে মান্দারবাড়িয়া জলঘাটা অভয়ারণ্য খাল এলাকা থেকে জেলেদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রাশেদ গাজীর ছেলে রবিউল, শহিদুল ও মফিজুল এবং একই গ্রামের আজিজ মোল্যার ছেলে হাফিজুর, শহিদুল গাজীর ছেলে সাঈদ, সিরাজুল গাজীর ছেলে আব্দুল্যাহ, শামসুর গাজীর ছেলে মফিজুর, সাবের আলীর ছেলে শহিদুল ও সুরাত আলী গাজীর ছেলে গোলজার গাজী।

এ সময়ে জেলেদের কাছ থেকে ২৪ হাজার টাকা মূল্যের ৪০ কেজি মধু, ৫ হাজার টাকা মূল্যের ১০ কেজি মোমসহ ৪টি নৌকা এবং আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করেন বন অফিসের সদস্যরা।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) কেএম কবীর উদ্দীন জানান, আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জিএম রফিক আহমেদ জানান, সুন্দরবনে মৌয়ালদের মধু আহরণ নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর