চরমপন্থীদের আত্মসমর্পণ উপলক্ষে সংবাদ সম্মেলন

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম | 2023-08-26 22:32:10

নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের আত্মসমর্পণ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু।

রোববার (৭ এপ্রিল) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) উপস্থিতিতে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করবেন চরমপন্থী সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাবনাসহ ১৫ জেলার ৬১৪ জন চরমপন্থী নেতা ও সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংসদ শামসুল হক টুকু। এ সময় সাংসদ টুকু বলেন, ‘সুন্দরবনের বনদস্যু, জলদস্যু, জঙ্গি দমন, মাদক-সন্ত্রাসী নির্মূলসহ বিভিন্ন সমাজবিরোধীদের দমনে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় পাবনাতেও ১৫ জেলার চরমপন্থীরা আত্মসমর্পণ করতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, তাদের স্ব স্ব যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থার বিষয়ে সদিচ্ছা রয়েছে সরকারের।’

এ সম্পর্কিত আরও খবর