ফেনীর ঘটনায় আটক ৭, চলছে জিজ্ঞাসাবাদ

ফেনী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 03:11:37

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) সোনাগাজী মডেল থানার ওসি মোজাম্মেল হোসেন বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

মোজাম্মেল হোসেন বলেন, 'মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।'

ওসি বলেন, 'যদি এই ঘটনার সঙ্গে তাদের কোন না কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়। তবে সদ্য দায়ের হওয়া আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত আটক এই ৭ জন হলেন- আশরাফ, সাইফুল, মোস্তফা কামাল, নুরুল আমিন, আরিফ, জসীম ও আলাউদ্দিন। তারা থানা পুলিশ হেফাজতে আছে।'

অন্যদিকে দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থার আরও অবনতি দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান ওই ছাত্রী। মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে রাফি ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

সেখানে মুখোশ পরা চার-পাঁচ জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ফেনী থেকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর