বগুড়া বিআরটিএ চত্বরে দুদকের অভিযান

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-28 08:36:21

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) অফিস চত্বরে দালাল বিরোধী অভিযান চালিয়েছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সেখান থেকে চার দালালকে আটক করে দুদক সদস্যরা।

মঙ্গলবার(০৯ এপ্রিল) দুপুরে এই অভিযান চালানো হয়।

দুদক বগুড়া সম্বন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান বার্তা ২৪.কমকে  জানান, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও বিভিন্ন যানবাহনের নিবন্ধনের কাজ করতে গেলে দালালদের মাধ্যম ছাড়া হয় না।

এ ধরণের অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সেখানে অভিযান চালায়। এসময় আটক করা হয় একরামুল হক ডাবলু, আব্দুল মজিদ, মাহমুদুর রহমান ও বিল্লাল হোসেন নামে চারজনকে আটককৃতরা দীর্ঘদিন ধরে বিআরটিএ বগুড়া সার্কেল অফিসে দালালি করে আসছিলেন।

দুপুরের পর আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মণ্ডল তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের  বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি

এ সম্পর্কিত আরও খবর