ঝড়ো বাতাসের কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হয়। এর আগে বেলা ১১টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যা ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া উভয় ঘাটে যাত্রীদের ভিড় বাড়তে থাকে এবং দুর্ভোগ চরম আকার ধারণ করে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ঝড়ো বাতাস শুরু হলে ৬টার দিকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় রাত ৮টার পর আবার ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।