বগুড়ার শেরপুরে চরমপন্থী দলের সদস্যদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর থেকেই অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) দিনভর থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ উপজেলার ভবানীপুর ইউনিয়ন জুড়ে অভিযান চালায়।
তবে মধ্যরাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
গত সোমবার (৮ এপ্রিল) গভীর রাতে টহল পুলিশের উপর চরমপন্থী দলের সদস্যদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া ডান পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকেই উপজেলার ভবানীপুর ও তার আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পরপরই লোকজন বাড়ি ফেরেন। ভবানীপুর বাজারেও রাতে লোকজনের আনাগোনা কমে যায়।
এদিকে, গুলিতে আহত পুলিশ কর্মকর্তা নান্নু মিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার গুলিবিদ্ধ ডান পা কেটে ফেলা হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বার্তা ২৪.কমকে বলেন, আহত নান্নুকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। পা কেটে ফেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।