পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে কলাপাড়ার নিজামপুর স্টেশনের কোস্টগার্ড সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বুধবার (১০ এপ্রিল) সকালে নিজামপুর স্টেশনের কোস্টগার্ডের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার সাগরের মধ্যে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় জালের মধ্যে লুকিয়ে রাখা পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ইয়াবা ব্যবসায়ী মহিপুর এলাকার টিপু এবং কলাপাড়া এলাকার মোশারেফ হোসেনসহ মোট ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে কলাপাড়া উপজেলার মহিপুর আলিপুর মৎস্য বন্দরে নিয়ে আশা হচ্ছিল বলেও জানান তিনি।