মংলা বন্দরে লঞ্চ ও নৌযান ডুবি, নিখোঁজ ২

বাগেরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বাগেরহাট,বার্তা২৪.কম | 2023-08-18 13:04:07

ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলে একটি লঞ্চ ও নৌযান ডুবে গেছে। এতে দুইজন নিখোঁজ রয়েছেন। 

শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড়ে পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি স্কোপোস’র পাশে থাকা আকতার লঞ্চটি ওই জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।  এতে জাহাজটির তলা ফেটে গেলে পশুর চ্যানেলে ২০-২৫ জন শ্রমিক-কর্মচারী নিয়ে এমএল আকতার লঞ্চ ডুবে  যায়।

এ সময় ৪-৫ জন শ্রমিক-কর্মচারী সাঁতার দিয়ে চ্যানেলের কূলে সুন্দরবনে উঠেন। বাকীরা বিদেশি জাহাজের আশপাশের নৌযানগুলোতে উঠতে সক্ষম  হয়। পরে তিনি রাত পৌনে ১১টার দিকে জানান, ওই লঞ্চে থাকা ক্রেন অপারেটর মো. শাহালমকে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ রয়েছেন।

এদিকে একই সময়ে বন্দরে এম বি হারড্ডা নামক অপর একটি বার্জ ( নৌযান) ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের রেডিও অপারেটর মো. সৈয়দ আহম্মদ। তিনি বলেন, বার্জের এক কর্মচারী নিখোজ রয়েছে, তবে তার নাম পরিচয় জানা যায়নি।

 

এ সম্পর্কিত আরও খবর