সেন্টমার্টিনে পাঁচটি ট্রলারডুবি, নিখোঁজ ১৪

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-09-01 04:48:59

টেকনাফ (কক্সবাজার): সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পাঁচটি ট্রলারডুবির ঘটনায় এখনও ১৪ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

ট্রলার মালিকরা জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বদিউল আলম, কবির আহমদ ঘোলা পাড়ার জহির আহমদ, মিস্ত্রিপাড়ার মোহাম্মদ জোবাইর ও বদি আলমের মালিকানাধীন ট্রলারসহ একাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। ট্রলারগুলো ভোররাতের দিকে নোঙর করে জাল ফেলে মাছ শিকার করছিল। হঠাৎ ঝড় শুরু হলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পাঁচটি ট্রলার ডুবে যায়। এ সময় আশেপাশে থাকা মো. ইসমাঈল ও মো আমিনের মালিকাধীন ট্রলার ১৮ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ট্রলারের মাঝি মো. ইলিয়াছ জানান, জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ করে ঝড়ো হওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে আমরা কয়েকজন পার্শ্ববর্তী ট্রলারের সহযোগিতায় উঠে আসতে পারলেও তিনটি ট্রলারের ছয়জন নিখোঁজ রয়েছে।

সাবরাং ইউপি সদস্য নুরুল আমিন বলেন, এ পযর্ন্ত ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে আবদুল্লাহ মালিকাধীন ট্রলারের মাঝিমাল্লাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, সাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবির বিষযটি শুনেছি। তবে মালিকপক্ষের কাছ থেকে এ পর্যন্ত কেউ কোনো কিছুই জানায়নি । এরপরও বিয়ষটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর