নাটোরে ছাত্রলীগ কর্মী হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নাটোর, বার্তা২৪.কম | 2023-08-24 14:18:37

নাটোরে লালপুর উপজেলায় ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় সান্টু মিয়া নামে একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দীক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লালপুরের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের দুই ছেলে শামীম হোসেন ও সুজন হোসেন, আব্দুল খালেকের ছেলে শুকুর হোসেন ওরফে বাবু, আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সান্টু মিয়া একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর গ্রামে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা শুকুর মৃধা বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর