চিকিৎসকদের নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কমক | 2023-08-24 05:13:29

কথায় কথায় হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ‘আমরা কক্সবাজারবাসী’সহ কয়েকটি সামাজিক সংগঠন। সমাবেশ থেকে সাধারণ রোগীর স্বজনদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে হাসপাতাল ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে আসতে থাকেন সাধারণ মানুষজন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। 

সমাবেশে নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের ওপর হামলা হয়েছে, এটা আমরা কখনো চাই না। যে হামলা করেছে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।’

‘কিন্তু আইনি সহায়তা না নিয়ে একজনের অপরাধকে কেন্দ্র করে পুরো জেলার মানুষকে হয়রানি করাও কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধ। তাই কথায় কথায় হাসপাতাল বন্ধ করা যাবে না।’

‘আমরা কক্সবাজারবাসী’র সমন্বয়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলিম উল্লাহ, এইচ এম নজুল ইসলাম, মহসিন শেখ, কামাল উদ্দিন রহমান পেয়ারু, মোস্তাক আহমদ শামিম, শমির পাল সহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর