পটুয়াখালীতে রড বোঝাই একটি টমটমের ধাক্কায় সাইফুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের সার্কিট হাউসের উত্তর পাশের সড়কে এ ঘটনা ঘটে। আহত সাইফুজ্জামান বড় বিঘাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সদর উপজেলার বড় বিঘাই এলাকার ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে শিক্ষক সাইফুজ্জামান জেল গেট থেকে শহরের সদর রোডের দিকে আসছিলেন। পথে শহরের গণগ্রন্থাগারের সামনে এলে রড বোঝাই একটি টমটম তাকে সামানে থেকে ধাক্কা দেয়। এতে সাইফুজ্জামানের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডা. গোলাম কিবরিয়া জানান, এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টমটমের চালক পলাতক রয়েছে।