পহেলা বৈশাখ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 20:27:36

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল থেকে চট্টগ্রাম শহরে ঢোকার প্রতিটি সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘বৈশাখী মেলা বা নববর্ষ বরণ ও বিদায়ে চট্টগ্রামে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’।

নগরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বালুছড়ায়, কক্সবাজার সড়কের নতুন ব্রিজ, কাপ্তাই রাস্তার মাথা ও সিটি গেট এলাকায় চেকপোস্ট দেখা গেছে। এছাড়া আগ্রাবাদ, ওয়াসা, কোতোয়ালি নিউমার্কেট, রেল স্টেশন ও আদালত ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সড়কে সাইরেন বাজিয়ে পুলিশকে যাতায়ত করতে দেখা গেছে।

নগরের প্রত্যেকটি সড়কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত নজরদারীও লক্ষ্য করা গেছে। নগরীর সিআরবি শিরিষ তলায় র‌্যাব সদস্যদের পাহারা দিতে দেখা যাচ্ছে বিকেল থেকে।

এ সম্পর্কিত আরও খবর