‘শেখ হাসিনার সরকারের সময় টাকার কোনো সংকট নেই। মেঘনা নদী ভাঙন রোধে যা যা করণীয়, তাই করা হবে। নদী আর ভাঙতে দেওয়া হবে না।’
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতব্বরহাটে আয়োজিত পথসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
ভাঙন কবলিত মানুষদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘অচিরেই নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। এখন থেকে নির্ভয়ে নদীর পাড় এলাকায় আপনাদের দালান-কোঠা বাড়ি-ঘর নির্মাণ করতে পারবেন।
কমলনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী প্রমুখ।
এরআগে হেলিকপ্টারযোগে এসে কমলনগরের ধসে যাওয়া মেঘনার তীর রক্ষা বাঁধ ও ভাঙন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।