নুসরাত প্রতিবাদের প্রতীক: ফখরুল

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-30 15:21:34

ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ নুসরাত একটি প্রতীকে পরিণত হয়েছে, আর সেটি হলো প্রতিবাদের প্রতীক। সমস্ত দেশ এখন তার পক্ষে নেমে এসেছে। আমরা আশা করি তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এটা বাংলাদেশে মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। বিনা কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রতিবাদ করাই কী ছিল তার ভুল?’

বিএনপিতে কোনো সংকট নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘সংকট আমাদের দলের নয়, সংকট এই জাতির। কারণ একাদশ নির্বাচনে এই জাতি বঞ্চিত হয়েছে তাদের ভোটার অধিকার থেকে। কেউ ভোট দিতে পারেনি। জনগণ আস্থা হারিয়ে ফেলেছে নির্বাচন কমিশনের ওপর, তাদের ব্যবস্থার ওপর। যার ফলে উপজেলা নির্বাচনেও জনগণ ভোট দিতে এসেছে খুবই কম সংখ্যক।’

তিনি আরও বলেন, ‘আমার যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে লড়াই করেছিলাম, সেই সাথে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য যে কাজগুলো করেছিলাম, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষের নিজস্ব মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা সম্পূর্ণভাবে চলে গেছে। এ জন্য আমরা মনে করি গোটা জাতিকে এটার জন্য তৈরি হওয়া দরকার যে, কী করে তাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনা যায়।’

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর