জয়পুরহাট বাস দুর্ঘটনায় পুলিশের মামলা

জয়পুরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জয়পুরহাট , বার্তা২৪.কম | 2023-09-01 16:33:03

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা করেন।

সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, মামলায় বাসচালক জিয়াউর রহমান, তার সহকারী আরমান আলী, সুপারভাইজার মতিয়ার রহমান এবং বাস মালিক রাহেলা বেগমকে আসামি করা হয়েছে। সরকারি আইন অমান্য করে ফিটনেস ও রুট পারমিটবিহীন বাস রাস্তায় নামানোর অভিযোগ আনা হয়েছে বাস মালিকের বিরুদ্ধে।

আর বেপরোয়াভাবে বাস চালিয়ে দুর্ঘটনার অভিযোগ আনা হয়েছে চালক, তার সহাকারী ও বাস সুপারভাইজারের বিরুদ্ধে। দুর্ঘটনার পর থেকে আসামিরা পলাতক আছেন।

শুক্রবার বেলা দেড়টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা এম.পি পরিবহন নামের যাত্রীবাহী বাস জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে উল্টে খাদে পড়ে ৮ জন নিহত হন। আহত হন ৩০ যাত্রী।

 

এ সম্পর্কিত আরও খবর