অটোরিকশায় অতিষ্ঠ ফরিদপুরবাসী

ফরিদপুর, দেশের খবর

রেজাউল করিম, স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদপুর, বার্তা২৪.কম | 2023-08-26 23:23:50

অনিয়ন্ত্রিত অটোরিকশার যানজটে অতিষ্ঠ ফরিদপুরবাসী। মাত্র ২২ বর্গকিলোমিটার পৌরসভা এলাকায় চলে প্রায় ৩০ হাজার অটোরিকশা। যার অধিকাংশেরই নিবন্ধন নেই। আর জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরাও বার বার নিবন্ধনহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

জানা গেছে, ফরিদপুর শহরের রাজবাড়ী সড়কের মোড় থেকে নতুন বাসস্ট্যান্ড হয়ে হাজী শরীয়াতুল্লাহ বাজার, আলীপুর ব্রিজ হয়ে জনতা ব্যাংকের মোড়, জনতা ব্যাংকের মোড় থেকে থানা রোড হয়ে ঝিলটুলী অনাথের মোড়, ভাঙ্গা রাস্তার মোড় থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, টেপাখোলা থেকে নিউমার্কেট শহরের ৪/৫ বর্গকিলোমিটার সড়কে চলে প্রায় ১৪ থেকে ১৫ হাজার অটোরিকশা।

ভাঙ্গা রাস্তার মোড়ের ওষুধ ব্যবসায়ী কাজী বাবু বার্তা২৪.কমকে বলেন, ‘সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮ থেকে ৯টা পর্যন্ত অটোরিকশার চাপে চলাফেরা করা যায় না। ভাঙ্গার রাস্তার মোড় থেকে জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়কের স্বর্ণকার পট্টিতে যেতে মোটরসাইকেলে ১০ মিনিট সময় লেগে যায়। তবে অটোরিকশার যানজট না থাকলে ২ মিনিটেই যাওয়া যায়।’

জনতা ব্যাংক মোড়ের ব্যবসায়ী মহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আলীপুর থেকে ঝিলটুলী ছেলের স্কুলে যেতে ১৫ মিনিট সময় লেগে যাচ্ছে। জনতা ব্যাংকের মোড়ে অটোরিকশার কারণে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। যানজটের কারণে ৪০ ফিটের রাস্তা পার হতে ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফলে জনতা ব্যাংক মোড়ে একটি ফুটওভারবিজ এখন সময়ের দাবি।’

আব্দুল ওহাব সরদার নামের এক শিক্ষক বার্তা২৪.কমকে বলেন, ‘রাস্তায় যানজট এবং অপ্রয়োজনে হর্ণ বাজানোর প্রতিযোগিতা চলে। ফলে আমরা মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যানজটের এই তীব্রতা বাড়তে থাকলে আগামীতে অনেক সমস্যা হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

ফরিদপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমিনুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে যানজট ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অটোরিকশা শহরে প্রবেশ করে। চালকরা ট্রাফিক আইনও মানতে চায় না। যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠায় ও নামায় এবং ইউটার্ন নেয়। ফলে নিয়মিত যানজট লেগে থাকে। আমরা পৌর মেয়র ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।’

ফরিদপুর পৌরসভায় মেয়র শেখ মাহাতাব আলী মেথু বার্তা২৪.কমকে বলেন, ‘অটোরিকশা চালকদের অবগতির জন্য পৌরসভা থেকে মাইকিং করা হয়েছে। শিগগিরই ট্রেড লাইসেন্সের আওতায় এনে নিবন্ধনহীন অটোরিকশা বন্ধ করে দেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর