সাভারে পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হয়েছেন মহসীন (২৫) নামের এক যুবক।
রোববার (১৪ এপ্রিল) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত মহসিন সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের পানধোঁয়া মহল্লার স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে ।
নিহতের ভাই সাইফুল বার্তা২৪.কম-কে জানান, বিকেলে মহসিন ও তার বন্ধুরা পহেলা বৈশাখ উপলক্ষে ঘুরতে আসে সাভারে। হঠাৎ রাতে মহসিনের মোবাইল নাম্বার থেকে একটি ফোন আসলে ইউসুফ নামে এক ব্যক্তি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ আছে বলে জানায়। পরে খবর পেয়ে হাসপাতালে আসলে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় বলে জানান তিনি ।
রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধারকারী ইউসুফ জানান, রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের একটি ঔষধের দোকানের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে ছিল। পরে পথচারীরা রিকসা করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডায়েল কল থেকে তার ভাইকে ফোন করে মৃত্যুর বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।