প্রধানমন্ত্রী জনগণকে কখনো নিরাশ করেন না: রেলমন্ত্রী সুজন

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা ২৪.কম | 2023-08-26 14:38:05

প্রধানমন্ত্রী জনগণকে কখনো নিরাশ করেন না এমন মন্তব্য করে সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘জনগণের দাবি ও চাহিদার প্রতি লক্ষ্য রেখেই রাষ্ট্র পরিচালনার সকল নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বিশ্বাস তিনি ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার মানুষের এই বিমানবন্দর চালু করার দাবি কখনো ফেলে দেবেন না।’

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরাও চাই এই বিমানবন্দরটি চালু হোক। গত (২৯ মার্চ ২০১৮) প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও সফরে এসে বলেছিলেন আবারো যদি সরকার ক্ষমতায় আসে তাহলে এই বিমানবন্দরটি চালু করা যায় কিনা সে ব্যাপারে তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন।’

‘আমি ইতোমধ্যে বিমানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলেছি। আশা করছি তার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বিমানবন্দর বিষয়ে কথা বলব। যার কারণেই আজ আমি এখানে এসেছি। এই এলাকার মানুষের বিমানবন্দর চালুর ব্যাপারে দীর্ঘদিনের যে দাবি, যে প্রত্যাশা সেটি যেন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারি। আমি আশা করি তিনি আমাদের জনগণের আশা পূরণ করবেন।’

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি সময় জনগণের কথা চিন্তা করেন। আমাদের এই ঠাকুরগাঁও-পঞ্চগড়ের মানুষ কখনো রেলের সুবিধা পায়নি। রেল সম্বন্ধে কোন ধারণা ছিলনা। কিন্তু বর্তমান সরকার আমাদের এই এলাকার দাবির প্রেক্ষিতে দুটি ট্রেন দিয়ে সেই সুবিধা করে দিয়েছে আমাদের জন্য। যার ফলে অনেক সুবিধা পাচ্ছেন এই এলাকার মানুষেরা।’

তিনি আরও বলেন, ‘আমরা আরও একটি নতুন ট্রেন চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়। রাজশাহীতে যে নতুন ট্রেনটি হয়েছে তার নাম দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আশা করি আগামী ঈদুল ফিতরের পূর্বেই আমাদের নতুন ট্রেনটি চালু করতে পারব। সেটির নাম দিবেন তিনি।’

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামন সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার সহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।

 

এ সম্পর্কিত আরও খবর