বেনাপোল কাস্টমসে রাজস্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল, বার্তা২৪.কম | 2023-08-27 18:10:07

বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য সহজীকরণে কাস্টম হাউস বেনাপোল ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে দ্রুত বাণিজ্য সম্পাদন ও বাণিজ্য সহজীকরণ বিষয়ে করণীয় নিয়ে উভয়ের মধ্যে মত বিনিময় হয়। এ সময় একে অপরকে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

বেনাপোলে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে বাণিজ্য সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডিসিসিআইয়ের সহ-সভাপতি ইমরান আহমেদ, প্রাক্তন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর