ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্ত:নগর ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীর ভিডিও গোপনে ধারণ করায় সুজন ঋষি (২৪) নামে এক বখাটে যুবকের ৬ মাসের কারা দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর মহানগর গোধূলি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ওই যুবক আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সনাতন ঋষির ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরিফুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতির সময় এক মহিলা যাত্রী ট্রেনের টয়লেটে প্রবেশ করেন। এ সময় বখাটে ওই যুবক গোপনে টয়লেটের ভেতরে ভিডিও করতে থাকে। বিষয়টি ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে ওই বখাটেকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেয়া হয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরিফুল হক বলেন, 'আখাউড়ায় ট্রেনটি যাত্রী বিরতির সময় বাথরুমের ভেতরে থাকা এক মহিলা যাত্রীর অবস্থা গোপনে ভিডিও রেকর্ড করে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা তাকে গণধোলাইয় দেয়। বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।'