বাংলাদেশের একজন সংসদ সদস্য বিশ্বকাপে ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। তাও আবার যে সে নয় নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য।
মঙ্গলবার (১৬ এপ্রিল) মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে মাশরাফিই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বারের মত অধিনায়কত্ব করার কৃতিত্ব বহন করবেন। তাই সবকিছু ভাল থাকলে আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন এই কৃতি ক্রিকেটার।
এদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপ ক্রিকেটে নেতৃত্ব দেবেন এমন সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে আনন্দের বন্যা।
ফেসবুকে ইনামুল হাসান নামে একজন লিখেছেন, 'অভিনন্দন ও শুভ কামনা সকল ক্রিকেট যোদ্ধাদের। অভিনন্দন দলপতি মাশরাফিকে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে দলের প্রতিনিধিত্ব করার জন্য।'
মাশরাফির বন্ধু সুমন বিশ্বাস বলেন, 'মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে খেলবে, এটা আমিই নয় বাংলাদেশের জন্য গৌরবের। বিশেষ করে আমরা নড়াইলবাসী আরও বেশি গর্বিত। শুভ কামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।'
সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস বলেন, 'দলের অধিনায়কের নেতৃত্বেই দল পরিচালিত হয়ে থাকে। মাশরাফি একজন দক্ষ অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল গত বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করেছে। আশা করছি এবারের বিশ্বকাপে আরও ভাল করবে মাশরাফির নেতৃত্বে।'