নোয়াখালীর সুবর্ণচরের চরমজিদ গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার (১৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা আক্তার একই গ্রামের আলাউদ্দিনের মেয়ে।
নিহতের ভাই আতিকুর রহমান জানান, দেড় বছর আগে একই গ্রামের সিরাজুল মাওলার সঙ্গে সাজেদার বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশ চলে গেলে পরিবারের লোকেরা এক লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ হলে সাজেদা বাড়িতে চলে আসে। ১৫ দিন আগে বোন জামাই দেশে ফিরে কৌশলে বোনকে বাড়িতে নিয়ে যায়। বুধবার ভোরে স্বামী ও পরিবারের লোকেরা মিলে সাজেদাকে শ্বাসরোধ করে হত্যা করে।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বলেন, ‘নারীর মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।’