শার্শায় অবৈধ বালু উত্তোলন, জেল-জরিমানা

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল (যশোর), বার্তা২৪.কম | 2023-08-25 23:11:19

যশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোজাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরীন কান্তা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত মোজাম্মেল ডিহী ইউনিয়নের ফুলসরাত গ্রামের মৃত খলিল মোড়লের ছেলে।

মৌসুমি জেরীন কান্তা বার্তা২৪.কমকে জানান, তাদের কাছে অভিযোগ আসে শার্শার ডিহী ইউনিয়নের ফুলসরাত গ্রামের কায়রের বিলে অবৈধভাবে বালি উত্তলন করা হচ্ছে। পরে তিনি অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৫০ হাজার সেপ্টি বালু জব্দ করেন। এ সময় বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ক্ষমতাবলে অভিযুক্ত মোজাম্মেলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর