মির্জ্জা রফিকুলের গীতিকাব্য ‘অচিন পাখি’র মোড়ক উন্মোচন

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-12 00:44:01

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে গীতিকবি মির্জ্জা রফিকুল হাসানের গীতিকাব্য ‘অচিন পাখি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তেথুলিয়া গ্রামের মির্জ্জা বাড়িতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ভাটিবাংলার কবি রইস মনরম।

গ্রন্থটির সম্পাদক প্রিন্সিপাল মির্জ্জা মেহেদী হাসানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ভাটিবাংলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা, কবি ও নারীনেত্রী তাহমিনা সাত্তার, অ্যাডভোকেট সানাওয়ার হোসেন ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে গ্রন্থটির লেখক গীতিকবি মির্জ্জা রফিকুল হাসানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা গীতিকবি মির্জ্জা রফিকুল হাসান ১৯৫৬ সালে মোহনগঞ্জ উপজেলার মির্জ্জা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে সংগীত সাধনায় নিয়োজিত রয়েছেন। ‘অচিন পাখি’ তার প্রথম প্রকাশিত গীতিকাব্য।

এ সম্পর্কিত আরও খবর