বিএনপির দুই এমপি শপথ না নেয়ায় হতাশ ভোটাররা

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ, বার্তা২৪.কম | 2023-09-01 19:09:41

চাঁপাইনবাবগঞ্জে ঐক্যফ্রন্টের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন, ওই দুই সংসদ সদস্যের শপথ নেওয়া উচিত ছিল। আবার কেউ কেউ বলছেন, শপথ নিলেও সংসদে খুব একটা সুবিধা করতে পারতেন না ওই দুই সংসদ সদস্য।

চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী সাইফুল ইসলাম রেজা মনে করেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ঐক্যফ্রন্টের আগের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যেত। কারণ আগে ঐক্যফ্রন্ট দাবি করেছিলে ভোট কারচুপি হয়েছে।

তিনি বলেন, ‘প্রচার আছে যে, ওই দুই সংসদ সদস্যের সংসদে গিয়ে লাভ কি? রাজশাহী সিটি করপোরেশনে আ'লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটনকে হারিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল জয় পেয়েছিলেন। তার দায়িত্ব পালনকালে কোনো উন্নয়নই হয়নি। এমন অবস্থাই হতো ওই সংসদ সদস্যেরও।'

সাংস্কৃতিক কর্মী ফাইজুর রহমান মানি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে তিন আসনের মধ্যে দুটিই দিয়েছে ঐক্যফ্রন্টকে। জনগণ এই দুইটি আসন তাদের দিয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসীর কথা সংসদে তুলে ধরার জন্য। তারা যদি শপথ না নেন, আমরা মনে করব তারা ভোটারদের অবজ্ঞা করলেন।'

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল বলেন, ‘হারুনুর রশীদ ও আমিনুল ইসলামকে যোগ্য মনে করেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেহেতু তাদের উচিত হবে শপথ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করা। তাদের প্রতিবাদ থাকতেই পারে। তবে সে প্রতিবাদ হোক সংসদে গিয়ে এটি হবে যোগ্য নেতার বুদ্ধিমত্তার কাজ।'

গত ৩০ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যেই নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট-২ আসনে আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জয় পান হারুনুর রশিদ।

এ সম্পর্কিত আরও খবর