চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর চটকপাড়ার মো. তৈইমুর রহমানের ছেলে বিশারত আলী বিশু (২২)।
শনিবার (২০ এপ্রিল) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এর পাশ দিয়ে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বিশারত আলী।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ারের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে একাধিক গোয়েন্দা সংস্থা বিএসএফ’র গুলিতে বিশারত আলীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ মার্চ ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন মিলন ও সেনারুল ইসলাম নামে দুই যুবক।